শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী।
কেরালা এফসির বিপক্ষে দুই দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত সময়ের গোলে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠল চট্টগ্রাম আবাহনী।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আবাহনী জিতেছে ৩-২ গোলের ব্যবধানে।
শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে দু’দলই। বেশ কয়েকবার সুযোগ পেয়েও ব্যর্থ হন আবাহনীর ফরোয়ার্ড লুকা রতকোভিচ।
২৯তম মিনিটে গোল খেয়ে বসে চট্টগ্রাম আবাহনী। মার্কোস জোসেফের থ্রু পাস ধরে হেনরি কিসেকা একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে শট নেন। পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায় বল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরিফুর আড়াআড়ি ক্রস বাড়ান দিদিয়েরকে। গোলরক্ষককে ঠাণ্ডা মাথায় বোকা বানিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৮০তম মিনিটে আবারও এগিয়ে যায় গোকুলাম। জোরালো শটে জোসেফ বোকা বানান আবাহনীর গোলকিপার নেহালকে। একেবারেই শেষ দিকে দিদিয়েরের নেওয়া শট আবাহনীকে হারের দরজা থেকে ফিরয়ে আনে।
১০৫তম মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। রাব্বীর ক্রসে ম্যাথিউয়ের শট এক ডিফেন্ডার ফেরানোর পর ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ডই।
শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো এই জয়ে ফাইনালে ওঠে জামাল ভূঁইয়ার চট্টগ্রামআবাহনী।