সাহিত্য ও বিনোদন

আষাঢ়

আষাঢ়

তোমায় আটকানোর সাধ্য

কারো আছে?

তোমার ধারার প্রতিটি ফোঁটা বরাবরের মতোই ঝরছে ।

ইচ্ছেমতো কদম ফুটেছে

মানেনি লক ডাউন–

বন্দী আমাদের পড়েনি চোখে,

তবে আমি খোঁজ নিয়েছি

সে ঠিকই ফুটেছে

বাদলের প্রথম দিনেই ।

হয়তো হবে না এ আষাঢ়ে

বৃষ্টি ছুঁয়ে দেখা

কিংবা কবিতায় থাকবে অভিমানে ।

এমনকি শোনা হবে না

বর্ষার কোন গান

প্রতিটি নিরস সন্ধ্যা কাটাবো এবারে

শুধুই তার ছোঁয়ার অপেক্ষায় কেটে যাবে

এক একটি দিন, রাত ।

তবুও আশা থাকুক–

আমাদের দেখা হবে

আগামী আষাঢ়ের প্রথমদিন।

                                                         সাজেদা পারভীন সাজু

                                                          বিশেষ প্রতিনিধি, জিটিভি

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button