আন্তর্জাতিক

ব্রেক্সিট ইস্যুতে বিভক্ত ব্রিটিশ পার্লামেন্ট।

ব্রেক্সিট চুক্তি কার্যকরে ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশনে চলছে তর্ক-বিতর্ক। প্রধানমন্ত্রী বরিস জনসনের চুক্তিতে অনুমোদন নিয়ে এরইমধ্যে বিরোধী অবস্থান নিয়েছে লেবার পার্টি, নর্দানআয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টিসহ অনেকে। অন্যদিকে চুক্তির পক্ষে সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জনসন। এ অবস্থায় ভোটাভুটিতে কি হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ব্রেক্সিট চুক্তিতে পার্লামেন্টের অনুমোদন পেতে মরিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কাজ করছেন এমপিদের আশ্বস্ত করে নিজের পক্ষে সমর্থন বাড়ানোর।
ব্রিটিশ এমপিদের এক হয়ে ব্রেক্সিটের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন জনসন। বলেন, এর চেয়ে ভালো ফলাফল আর হবে না।
ব্রেক্সিট ইস্যুতে শনিবার ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশনে, জনসনের চুক্তিতে অনুমোদন নিয়ে ভোট আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী জনসন তার চুক্তিতে এমপিদের সমর্থন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।
নির্দিষ্ট সময়ের মাঝে ব্রেক্সিট শেষ করতে চায় ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদে জাঙ্কার এক চিঠিতে ইইউ এর ২৭ সদস্যরাষ্ট্রকে চুক্তিতে অনুমোদন দেয়ার সুপারিশ করবেন।
৩১ অক্টোবর ব্রেক্সিট সম্পন্ন করতে প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট করার কথা আগে থেকেই বলে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন। তবে, চুক্তিহীন বেক্সিট হলে তা উভয় পক্ষের জন্য ক্ষতিকর হবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related Articles

Leave a Reply

Back to top button