আন্তর্জাতিক

দুর্নীতি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের।

বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ। ১৮ অক্টোবর শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে লিটল বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহবান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্বৃত্তদের বার্তা দিতে চাই যে দুর্নীতিমুক্ত আলোকিত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সাথেই রয়েছে বাংলাদেশের জনগণ । সভাপত্বিত করেন ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের সভাপতি সফিকুর রহমান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা: রবি আলম । অন্যান্যের মধ্যো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, এটিম কাজল । উপদেষ্টা ফিরোজ আলম সদস্য কাজল আহমদ , ফনির আহমদ , কামরুল আহমদ, লস এঞ্জেলেস সিটি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবু আহমদ, ক্যালিফোর্নিয়া যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই সাধারণ সম্পাদক সোহেল আহমদ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ সহ অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Back to top button