জাতীয়
এককভাবে আইনশৃংখলা বাহিনীর পক্ষে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়: মনিরুল ইসলাম
আইনশৃংখলা রক্ষা বাহিনীর পক্ষে এককভাবে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিটিটিসি’র প্রধান মো. মনিরুল ইসলাম।
ডিএমপির মিডিয়া সেন্টার জঙ্গিবাদ প্রতিরোধে ‘ঢাকা পিস টক’ এর যাত্রা উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে এ’মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তরুনরাই সব চেয়ে বেশী জঙ্গিবাদে ঝুঁকে পড়ে। তাই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ’ব্যাপারে আরো সচেতন হতে হবে।
সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি এন্ড রিসার্চ ফাউন্ডেশন-সিসার্ফের উদ্যোগ, ইউ-এআইডি’র আর্থিক সহায়তা ও সিটিটিসির সার্বিক সহযোগিতায় পরিচালিত হবে ঢাকা পিস টকের কার্যক্রম।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সমাজে বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ঢাকা পিস টক।