জাতীয়

শিশু হত্যাকারীদের কঠোর সাজা পেতে হবে: শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু হত্যাকারীদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর ১৫ আগস্টের খুনিদের বিচারের পথ রুদ্ধ না করলে দেশে এখন শিশুদের ওপর যে নৃশংসতা হচ্ছে তা ঘটনা না। শিশুদেরকে তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দুরে থাকারও আহ্বান জানান।
বক্তৃতার শুরুতেই ছোটো ভাই রাসেলকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। তিনি বলে, আমাদের পরিবারের সবচেয়ে ছোটো রাসেল। ১৯৬৪ সালে যখন রাসেলের জন্ম, তখন আব্বা চট্টগ্রামে নির্বাচন নিয়ে ব্যস্ত। রাসেলের জন্ম হওয়ার পর আমরা তাঁকে খবর দিই।
তিনি বলেন, ৬৪ সালে আব্বা ৬ দফা ঘোষণা করলেন, যে ৬ দফা ছিলো বাঙালির মুক্তির সনদ। ৬৭ সালে আবার যখন তাকে গ্রেফতার করা হলো তখন রাসেলের বয়স ২ বছরও পূর্ণ হয়নি।
বঙ্গবন্ধু কণ্যা বলেন, ’আমরা যখন আব্বার সাথে জেল খানায় দেখা করতে যেতাম, সময় শেষ হয়ে গেলে রাসেল আর কিছুতেই আসতে চাইতো না। আব্বা বলতেন এটা আমার বাড়ি, তুমি তোমার বাড়িতে যাও। এভাবেই সে বড় হয়ে ওঠে।’
তিনি বলেন, এরপর রাাসেল বাবাকে বাবা বলে ডাকতে শুরু করে। বাবা বাবা বলে কান্নাকাটি করতো। মা রাসেলকে বলতেন আমিই তোমার বাবা। এরপর যখন আবার কারাগারে আব্বার সাথে দেখা করতে গেলাম রাসেল একবার আব্বার দিকে তাকায় একবার মায়ের দিকে তাকায়। আব্বা জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন আম্মা বললেন, সারাদিন বাবা বলে কান্নকাটি করে তাই ওকে বলেছি আমিই তোমার বাবা।’
৬৯ সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে গণ আন্দোলনে মুক্তি পান শেখ মুজিব। শেখ হাসিনা বলেন,’ মুক্তি পাওয়ার পর রাসেল যখন আব্বাকে পেলো তখন খেলার ছলে কিছুক্ষণ পর পর আব্বাকে দেখতে আসতো। মনে হতো ওর ভেতরে বাবাকে হারানোর ভয়। এরপর নির্বাচন হলো, পাকিস্তানিরা বাঙালিদের ক্ষমতা দিলো না। ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন, আবার গ্রেফতার হলেন। আবার রাসেল পিতৃসেন্হ বঞ্চিত।’
শেখ হাসিনা বলেন, ’রাসেল খুব চাপা স্বভাবের ছিলো। কখনো মন খারাপ হলে কান্নাকাটি করলে যদি বলতাম চোখে পানি কেন? বলতো মনে হয় কিছু পড়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্দি করা হলো। আমার কোলে জয় এলো। রাসেল পকেটে সবসময় তুলা রাখতো। যখন আক্রমণ হতো তখন নিজের কানে ও জয়ের কানে তুলা দিয়ে দিতো। রাসেল জয়ের দিকে বিশেষ নজর রাখতো।’
বঙ্গবন্ধু কণ্যা বলেন, ‘বিজয়ের পর আব্বা ফিরে এলেন, রাসেল কোনোমতেই বাবাকে ছাড়তে চাইতো না।’
তিনি বলেন, ‘৭৫ এর ১৫ই আগস্ট ৩২ নম্বরের বাড়িটিতে একটি প্রাণীও বেঁচে থাকতে পারেনি। আমি ও রেহানা তখন জার্মানিতে। ভেবেছিলাম রাসেল হয়ত বেঁচে আছে। কিন্তু পরে জানলাম রাসেলও আর নেই।’
ভাইয়ের স্মৃতিচারণ করে বড়বোন শেখ হাসিনা বলেন. রাসেল বড় হলে আর্মি হবে সেভাবে নিজেকে তৈরি করতো। গরীব শিশুদের প্রতি তার খুব দরদ ছিলো। মাকে বলতো শিশুদের জামাকাপড় দিতে হবে। মা কিনে দিতেন। তাদেরকে নিয়ে প্যারেড করাতো। খাবার খাওয়াতো।’
শেখ হাসিনা বলেন,‘ মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে রাসেল কেমন হতো দেখতে? আমি তাঁর বড় বোন তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। কিন্তু ঘাতকে বুলেট বাঁচতে দিলো না তাঁকে।’
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর হত্যাকা-ে নারী শিশুদের হত্যার বিচার হলো না। সে সময় বিচার হলে মানুষের মধ্যে একটা ভয় থাকতো। এখন বাবা হয়ে অন্যকে ফাসাতে নিজের সন্তানকে খুন, কি বিকৃত মানসিকতা।
তিনি বলেন,‘ যারা শিশুদের নির্যাতন করে, শিশু হত্যাকারী তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতেই হবে।’
শিশু কিশোরদের উদ্দেশে তিনি বলেন, দরিদ্র প্রতিবন্ধী শিশুদের অবহেলা করো না। দেশপ্রেম কর্তব্যবোধ থাকতে হবে। সমাজের খারাপ দিক মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দুরে থাকবে। সততার সাথে জীবন যাপন করতে হবেসততার সাথে জীবন যাপন করলে শক্তি সঞ্চার হয়। কারো কাছে কখনো মাথা নিচু করতে হয় না।’
প্রধানমন্ত্রী বলেন, প্রজন্ম থেকে থেকে প্রজন্ম যাতে সুন্দর জীবন পায় সেজন্য সরকার কাজ করছে। আমি রাসেলকে হারিয়েছি। কিন্তু হাজার হাজার রাসেলকে পেয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button