জাতীয়

লঞ্চ টার্মিনালে ঢোকার টিকেটের দাম বাড়লো।

সারাদেশে লঞ্চ টার্মিনালগুলোতে প্রবেশের টিকেটের দাম দ্বিগুণ হয়েছে।
এখন প্রতিবার ঢুকতে জনপ্রতি ৫ টাকার টিকেট কাটতে হয়। পহেলা অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে প্রতি টিকেটে নেওয়া হবে ১০ টাকা।
বিআইডব্লিউটিএ’র একজন কর্মকর্তা জানান, যে কোনো টোল বা শুল্ক, তা সরকারের অনুমোদনক্রমে চালু করা হয়। এ শুল্ক সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অনুমোদন করার পরে ১ অক্টোবর থেকে এটা চালু হবে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিউজ নাউ বাংলাকে বলেন, যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো সভা করে চুলচেরা বিশ্লেষণের পর টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে খরচ করা হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button