ভারতে ইলিশের প্রথম চালান।
দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালান ভারতে ।
রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৪ মেট্রিক টন ইলিশের এ চালানটি পাঠানো হয়।
ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি পাঁচশ’ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে ইলিশ প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার।
এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজির দাম পড়বে ৫০০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।
ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান গাজীপুরের ‘একুয়াটিক রিসোর্ট লিমিটেড।’ ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট হচ্ছে কলকাতার ‘নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।‘