অর্থ বাণিজ্য
পেঁয়াজ রপ্তানি করবে না ভারত।
অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
অতিরিক্ত বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় দিল্লি ও মুম্বাইয়ের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হচ্ছে। বেঙ্গালুরু ও চেন্নাইয়েও পেঁয়াজের দাম ৬০ রুপি পর্যন্ত উঠেছে।
সম্প্রতি দাম নিয়ন্ত্রণের চেষ্টায় বেশ কয়েকবার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ায় ভারত সরকার। আর এবার রপ্তানিই বন্ধ করে দিলো দেশটি। এর প্রভাবে বাংলাদেশের বাজারেও বাড়ে পেঁয়াজের দাম।