খেলা
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল।
ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
আগের ম্যাচে সেভিয়াকে হারানো দল থেকে ৮ জন পরিবর্তন করেন কোচ জিনেদিন জিদান।নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না শুরুর একাদশে। গেরেথ বেল, করিম বেঞ্জামা, হামেস রদ্রিরেগেজ, থিবো কর্তোয়া, এদেন আজাররা ছিলেন সাইড বেঞ্চে। ম্যাচের ৩৬ মিনিটে টনি ক্রুসের পাসে জোড়ালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবার রিয়ালের হয়ে মাঠে নামা রদ্রিগো। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিদানের দল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।