অভিশংসনের মুখে পড়তে পারেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ফোনালাপ নিয়ে স্মারক প্রকাশ করেছে হোয়াইট হাউজ। সংলাপে জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তের জন্য জেলেনস্কিকে অনুরোধ করেন ট্রাম্প। তবে এই স্মারক প্রকাশে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ নিয়ে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতি।
দুই নেতার ফোনালাপের স্মারক প্রকাশ করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের ফোনকল রেকর্ডে উঠে এসেছে, জো বাইডেন ও হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেইনের প্রেসিডেন্টকে বারবার অনুরোধ করেছেন ট্রাম্প।
পাশাপাশি, ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে সমন্বয় করে তদন্তকাজ করার জন্যও বলেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্টকে। হোয়াইট হাউজ জানায়, ইউক্রেন সরকারকে প্রায় চারশো মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়ার নির্দেশের সপ্তাহখানেক পর এই ফোনোলাপ হয়।
হোয়াইট হাউজের এ স্মারক ট্রাম্পকে অভিশংসন করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে ডেমোক্রেটদের। তবে এমন পরিস্থিতিতে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর ক্ষতি করতে বিদেশি সহায়তা চাওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে প্রতিনিধি পরিষদ। অভিযোগ সত্য প্রমাণিত হলে ট্রাম্পকে অভিশংসনের মুখে পড়তে হবে।