ইয়াংম্যান্সে ক্যসিনো বসে জানতেন না মেনন।
রাশেদ খান মেনন ইয়ংমেন্স ক্লাবের চেয়ারম্যান, অথচ ঘুর্ণাক্ষরেও জানতেন না ক্লাবে ক্যসিনো বসেছে। ১৪ দলের বৈঠকে তিনি জানালেন, ক্লাব উদ্বোধনের ফিতা কেটেছিলেন, ব্যস ওই পর্যন্তই।
তবে ক্যাসিনো নিয়ে প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল। রাজনৈতিক কর্মীদের দুবৃর্ত্তায়নে সরকারের সাফল্য ম্লান হতে পারে না। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি নেতাদের।
সকালে বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ১৪ দলের সভা। মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, জুয়া, মদ-দুর্নীতি দমনে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন ১৪ দল তা সর্বাত্মকভাবে সমর্থন করে।
এতদিন ধরে ক্যাসিনো নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন নাসিম। বলেন, এমন পরিস্থিতিতে কোন অশুভ শক্তি ষড়যন্ত্র করতে পারে উল্লেখ করে, সর্তক থাকার আহ্বান জানান তিনি।
রাজধানীর ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্লাবের চেয়ারম্যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এটা একটা আলংকারিক পদ। ফিতা কাটার জন্য একদিনই তিনি ক্লাবে গিয়েছিলেন।