সাহিত্য ও বিনোদন

জেনিফার লোপেজের অশ্লীল ছবি!

অশ্লীলতার অভিযোগে বন্ধ হলো পপ তারকা জেনিফার লোপেজের নতুন ছবি হাসরালস। মালয়েশিয়ার সরকার ছবিটি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বারবণিতাদের জীবন কাহিনী নিয়ে নির্মিত হাসরালসের মালয়েশিয়ায় এর পরিবেশক স্কয়ার বক্স পিকচারস। বিশ্বনন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। গানের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন হলিউড মুভিতে। হাসলারস- ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন লোপেজ। অশ্লীলতার অভিযোগ তুলে ছবিটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার ফিল্ম সেন্সর বোর্ড বলছে, ছবিটির অধিকাংশ দৃশ্য অশ্লীলতার কাছাকাছি যা প্রদর্শনের উপযুক্ত নয়।নিউইয়র্কের পানশালার নর্তকীদের নিয়ে হাসলার- ছবির গল্প। এ ছবিতে অসাধারণ অভিনয়ের পাশাপাশি বেশ আবেদনময়ী রুপে হাজির হন জেনিফার লোপেজ। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের টপ চার্টে স্থান পেয়েছে হাসলারস

Related Articles

Leave a Reply

Back to top button