জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৫৬টি দেশে আন্দোলন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী ১৫৬টি দেশে শুরু হয়েছে আন্দোলন। অষ্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শিশুসহ রাস্তায় নেমে আসে জনতা। ১৬ বছর বয়সী নিউইয়র্কের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের উদ্যোগে যাত্রা শুরু এই আন্দোলনের।
পৃথিবীকে বাচাঁতে রাস্তায় ঢল নামে মানুষের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে আন্দোলনে নামে এশিয়া, ইউরোপ, আফ্রিকার মানুষ। ক্লাস বর্জন করে শিশুকিশোররাও যোগ দেয় তাতে। সবার মুখে বিপর্যায়ে জরুরি পদক্ষেপের দাবি।
অস্ট্রেলিয়ায় দিনের শুরুতেই আন্দোলনে অংশ নেয় লাখো মানুষ। ক্যানবেরা, মেলবোর্ন, সিডনিসহ ১১০টি শহরে উচ্চারিত হয় মা পৃথিবীকে বাচাঁনোর আকুতি।
বিক্ষোভ হয়েছে এশিয়ার বিভিন্ন দেশে। কার্বন নিঃসরণের পরিমাণ শূণ্যের কোঠায় নামিয়ে আনার দাবিতে হংকং, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্নদেশে রাস্তায় নামে মানুষ।
বাদ পড়েনি ইউরোপ। জার্মানির বার্লিন, ডর্টমুন্ডসহ বড় বড় শহরে বিক্ষোভ করে হাজারো মানুষ। লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে স্রেঅগান দেয় বিক্ষাভকারীরা। এছাড়া চেক রিপাবলিক, পোল্যান্ড, প্যারাগুয়ে, ফিনল্যান্ড, নরওয়েসহ বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে।
সাউথ আফ্রিকা, সেনেগাল, কেনিয়াতেও শিক্ষার্থীরা রাস্তায় নামে। নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি বন্ধ, জীবাশ্ম জ¦ালানি খনির লাইসেন্স দেয়া বন্ধ করার দাবি আন্দোলনকারীদের।
আগামী সপ্তাহে জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের আগ মুহূর্তে বিশ্ব জলবায়ু আন্দোলন জাতিসংঘের কাছে বিশেষ বার্তা পাঠাবে এমন প্রত্যাশা সবার।