জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাচ্ছেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বনামখ্যাত পরমাণু বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন ড. এ পি জে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন।আগামীকাল ২১০৯ ঢাকায় এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সুসম্পর্ক স্থাপন করা, দেশের জনকল্যাণে নিজেকে নিবেদিত করা বিশেষত নারী ও শিশুদের এক্ষেত্রে প্রাধান্য দেওয়া এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।