জাতীয়
যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি।
দশ দিনের সফর শেষে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ।রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে
পৌঁছালে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম অজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনী প্রধান, আইজিপি, স্বরাষ্ট্র সচিব (নিরাপত্তা বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, সচিব, (মেরিটাইম) পররাষ্ট্র মন্ত্রণালয়সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান ।
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩১ আগস্ট লন্ডনে যান রাষ্ট্রপতি হামিদ।লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে তার চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা হয়।