অর্থ বাণিজ্য

৯-৩১ অক্টোবর ইলিশ ধরা নিষেধ।

ডিম ছাড়ার প্রধান সময় হওয়ায় আগামী ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।
রোববার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবরের ৯ তারিখ থেকে ২২ দিন যে সমস্ত জায়গায়- নিঝুম দ্বীপ, নদীর মোহনা, সমুদ্র মোহনায়- ইলিশ মাছ পাওয়া যায় সে সমস্ত এলাকায় এবং জেলায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হবে।
এর কারণও ব্যাখ্যা করেন মৎস্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, আশ্বিনের পূর্ণিমা চারদিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন পর্যন্ত সময়ে মা ইলিশ ডিম ছাড়ে। মূলত ৮০ শতাংশ ডিম এ সময় ছাড়ে।
এসময় জেলেদেরকে খাদ্য সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রতিবছর এরকম বিধিনিষেধের ফলে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button