জাতীয়
সমুদ্রসীমায় ক্যামেরুনের জাহাজ কেন? তদন্তে কমিটি
বাংলাদেশের সমূদ্রসীমায় অনুপ্রবেশকারী মাছ ধরা জাহাজ ‘সি উইন্ড’ এবং ‘সি ভিউ’ এর শাস্তি নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান এ তথ্য জানান। মাছ ধরার মিথ্যা ঘোষণা নিয়ে, সমূদ্রসীমায় অনুপ্রবেশ করায় ক্যামেরুনের ‘সি উইন্ড’ এবং ‘সি ভিউ’ নামের জাহাজ দুটিকে আটক করে কোস্টগার্ড। দুই জাহাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় এজেন্ট শিপিং অধ্যাদেশ অনুযায়ী জাহাজ দুটি আনলেও, আইন অনুসারে এগুলোকে দেশের সমুদ্রসীমায় নিয়ে আসার কোন সুযোগ নেই।
কোস্টগার্ডের জব্দকরা জাহাজদুটি কর্ণফুলী জেটিতে আছে। গঠিত কমিটির তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।