তালেবানদের সাথে ট্রাম্পের শান্তি চুক্তি বাতিল।
তালেবানের সাথে শান্তিচুক্তি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পর এ ঘোষনা দিন তিনি। ভবিষ্যতে তালেবানের সাথে কোন ধরনের সমঝোতা না করারও হুমকি দেন তিনি। রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিলো ট্রাম্পের।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাবুলে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ক্যাম্প ডেভিডে হতে যাওয়া বৈঠক বাতিল করেছেন তিনি। সেইসাথে কোন ধরনের সমঝোতা হবেনা বলেও জানান ট্রাম্প।
দীর্ঘ ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে তালেবান গোষ্ঠীর যে যুদ্ধ, তা নিরসনে গেল জুন থেকেই আলোচনা চলছে দুই পক্ষের। তারই ধারাবাহিকতায় তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার কথা ছিলো।
চুক্তির অংশ হিসেবে ২০ সপ্তাহের মধ্যে ৫ হাজার ৪’শ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন।