জাতীয়
খালেদার নামে সরকারি জমি: মামলার দ্রুত শুনানির আবেদন
শামীমা দোলা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের নামে দিনাজপুরের মাতাসাগরের প্রায় ৪৫ একর খাস জমি বন্দোবস্তের মামলার আপিলের দ্রুত শুনানির জন্য আবেদন করেছেন দিনাজপুরের জেলা প্রসাশক।
রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জেলা প্রসাশকের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম আবেদনটি করেন। আবেদন দায়েরের পর সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ জানান, এটি সরকারের সম্পত্তি। ২০০৪ সালে এ’নিয়ে মামলা হলে পরের বছর দ্রুত সময়ে রায় দিয়ে দেন দিনাজপুরের তৎকালীন যুগ্ম জেলা জজ আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে আপিল করে সরকার। কিন্তু নথি না থাকায় শুনানি হয়নি।