অসুস্থ খালেদাকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র দেখছেন ফখরুল।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ১১ সেপ্টেম্বর রাজধানীতে এবং পরদিন সারাদেশে মানববন্ধন করবে বিএনপি। সংবাদ সম্মেলন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এ অবস্থায় আবারো খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ফখরুল।
নয়াপল্টনে কেন্দ্রিয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত, প্রতিদিনই তার স্বাস্থের অবনতি হচ্ছে। তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেনে না বলেও অভিযোগ করেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, অসুস্থ খালেদা জিয়াকে সুস্থ দেখিয়ে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র চলছে।
ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনীতির প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে এটা করা হচ্ছে। তাঁর চিকিৎসার বিকল্প ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ সেপ্টেম্বর ঢাকায় মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর সারা দেশে মানববন্ধন পালিত হবে।’
মির্জা ফখরুল বলেন, তাঁর স্বাস্থ্যের অবনতি হলে সে দায় সরকারের।
এদিকে রংপুর-৩ আসনের উপ নির্বাচনে রিটা রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।