খেলা
টাইগারদের ঘাড়ে আফগান রানের পাহাড়।
শামীমা দোলা।
প্রথম ইনিংসের বড় লিড দ্বিতীয় ইনিংসে আরও অনেক বড়ো করার পথে আফগানিস্তান। তৃতীয় দিন শেষে তাদের লিড ৩৭৪।
দ্বিতীয় ইনিংসের শুরুটা বাজে হলেও পরে দারুণভাবে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় পুরে নেয় আফগানরা। প্রথম ইনিংসে পাওয়া লিড তাই আরও বাড়ছে দ্বিতীয় ইনিংসে।
২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। হাতে আছে আরো দুটি উইকেট। প্রথম ইনিংসের ১৩৭ রানের লিড মিলিয়ে তারা এগিয়ে ৩৭৪ রানে।
ইব্রাহিম জাদরান আউট হয়েছেন ৮৭ রানে। মিডল অর্ডারে আসগর আফগান প্রথম ইনিংসের ৯২ রানের পর এবার করেছেন ৫০।
এই মাঠে আফগানদের হারাতে রীতিমতো রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। শেষ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ৩১৭, বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে জিতেছিল নিউ জিল্যান্ড। । টাইগাররা কি পারবে অসম্ভবকে সম্ভব করতে?