আন্তর্জাতিক

ব্রেক্সিট বিলে হেরে দলের ২১ এমপিকে বহিষ্কার করতে যাচ্ছেন বরিস।

চুক্তি বিহীন ব্রেক্সিট বিলে হেরে যাওয়ার পর নিজ দলের ২১ জন এমপিকে বহিস্কার করতে যাচ্ছেন বরিস জনসন। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বিলে বিরোধীতাকারীদের বহিস্কারের সতর্ক বার্তা দেওয়ার পরও বিদ্রোহীরা বরিসের নো ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দেয়।আগামী কাল পার্লামেন্টে বিদ্রোহী ওই ২১ জন এমপি কনসারভেটিভের প্রতিনিধিত্ব করতে পারবেন না।চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরোধিতায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজের নির্বাচনী এলাকা ক্যামডেনের জনগনের সাথে টোরির নোডিল বেক্সিট বিষয়ে বক্তৃতা করতে গিয়ে টিউলিপ বরিস জনসনকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়েছেন। ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে বিরোধিতার কোনও সুযোগ এমপিদের দিতে না চাওয়ায় বরিস জনসনের সমালোচনা করেন টিউলিপ। যে কোন মূল্যে নো ডিল ব্রেক্সিট রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য মঙ্গলবার রাতে নো ডিল ব্রেক্সিট বিলটি পার্লামেন্টে উত্থাপন করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বিলটি পাশ করাতে না পারলে, আরেকটি নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিবে। উল্লেখ্য তিন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার এমপি বরিস জনসনের নো ডিল ব্রেক্সিটি বিলের বিরোধিতা করছেন।

উল্লেখ্য অপর দুই বাংলাদেশী বংশোদ্ভূত লেবার এমপি রুশনারা আলী ও রুপা হকও বরিস জনসনের নো ডিল ব্রেক্সিট বিলের বিরোধিতা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button