গণভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে; সব ধর্মের মানুষের সমানাধিকার অাছে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের, সংখ্যালঘু বলে নিজেকে ছোট না করার অাহ্বার জানান। সবার এই দেশ, মাটি ও জন্মভূমি। তাই সবাই সমানাধিকার অাছে।
প্রতি বছরই জন্মাষ্টমীতে সনাতন ধর্মবলম্বীদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র রাজধানীর নেতৃত্বস্থানীয় শ’খানেক মানুষ যোগ দেযার সুযোগ পেতেন। তবে এবার সারা দেশ থেকেই এই সম্প্রদায়ের মানুষদের অামন্ত্রণ জানানো হয়। যোগ দেয় প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ।
নেতারা হিন্দু সস্প্রদায়ের কল্যাণ ট্রাস্টের অনুদান ১০০ কোটি টাকা দেয়া, সরকারী টাকায় তীর্থ ভ্রমনে পাঠানোর বিষয় মতো কল্যানে নেয়া কর্মসূচিগুলো তুলে ধরেন। অর্পিত সম্পত্তির সংকট সমাধানে কমিশন গঠন, দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে দুইদিন ও সংখ্যালঘু মন্ত্রণালয় করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা
হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এমন অভিযোগের জবাব দেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।
পরে প্রধানমন্ত্রী বলেন, অাওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। মুসলমানদের সমজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মতো হিন্দুদের মন্দির ভিত্তিক শিক্ষারও অায়োজন করেছে।
বক্তব্যে বিএনপি-জামাত সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতনের বিবরণ দেন।
অাগামী দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে অাইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপশি স্বেচ্ছাসেবক দল গঠনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।