জাতীয়

৭১ এর পর বাংলাদেশ থেকে কোনো মানুষ ভারতে অভিবাসী হয়নি।

অাসাম প্রসঙ্গে ওবায়দুল কাদের বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ১৯৭১ এর পর বাংলাদেশ থেকে কোনো মানুষ ভারতে অভিবাসী হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭১ এর পর বাংলাদেশ থেকে কোনো মানুষ ভারতে অভিবাসী হয়নি। তাই অাসামের জনসংখ্যার তালিকা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বিকেলে ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের শান্তি দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে। অাগামী ৮ সেপ্টেম্বর থেকে ওই সব নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। পরে শাস্তির বিষযে সিধান্ত নেয়া হবে বলে জানান তিনি। দলের কার্যক্রমে অারো গতি অানতে চলতি মাসের মাঝামাঝি কার্যনির্বাহী কমিটির সভা হবে। এরপর দেশ ব্যাপী সাংগঠনিক সফর শুরু হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button