ব্যবসা সূচকে শীর্ষ ৫০টি দেশের মধ্যে আসতে পারে বাংলাদেশ।
সহজ ব্যবসা সূচকে শীর্ষ ৫০টি দেশের মধ্যে আসতে পারে বাংলাদেশ । তবে তার জন্য , বিনিয়োগ সহজীকরণে নেয়া উদ্যোগগুলো কার্যকর করতে হবে , বিডাকেও দক্ষ কর্মী দিয়ে চালাতে হবে। মঙ্গলবার ,
জাতীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার তিন বছর পূর্তি আর নিজের চুক্তির মেয়াদ শেষ হওয়া উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটায় জানান , কাজি আমিনুল ইসলাম।
দেশী বিদেশী বিনিয়োগ বাড়াতে, ব্যবসার পরিবেশ উন্নয়নে ২০১৬ এর সেপ্টেম্বরে বিনিয়োগ বোর্ড ও বেসরকারী কমিশন ভেঙ্গে যাত্রা শুরু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের।
২০১৯ সালেল এই সময়ে এসে ঠিক কতোটা বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে এই প্রতিষ্ঠান ! মঙ্গলবার, নিজের চুক্তির মেয়াদ শেষ আর তিন বছরে বিডার অর্জণ-ব্যর্থতার গল্প নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রথম নিবার্হী চেয়ারম্যান।
তিনি জানান , এ সময়ে, দেশে ৬৮ শতাংশের বেশি এসেছে বিদেশী বিনিয়োগ। যেখানে প্রকল্প বেড়েছে ২৩ ভাগ। আর কর্মসংস্থান হয়েছে প্রতি একশো জনে ৪৬ জন মানুষের।
সট : কাজী আমিনুল ইসলাম , নিবার্হী চেয়ারম্যান, বিডা
বিডার শীর্ষ নিবার্হী জানান , তার সময়কালে দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করা , ওয়ান স্টপ সার্ভিস দেয়া, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসাকে সহজীকরণে অনেক পদক্ষেপ নিতে পেরেছেন তিনি। তবে যা পারেননি সেখানেও ছিলো সমন্বয়ের প্রচেষ্টা ।
তার মতে, এসব উদ্যোগই ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে তবে তা কার্যকর হতে হবে পুরোপুরিভাবে। বিডাকেও হতে হবে শক্তিশালী ।
সংবাদ সম্মেলনে , বিডা জানায় , দেশী-বিদেশী বিনিয়োগ বাড়াতে এরই মধ্যে ইকোনোমিক করিডোরের জন্য আলাদা সংস্থা, ৩০টি সংস্থার ১২৮টি সেবা ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত সহ একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। এখন শুধু এগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন।