জাতীয়ফিচারলিড স্টোরি

আজ বসন্ত

গাছে গাছে আমের মুকুল, আর নানা ফুলের সমারোহ জানান দিলো আজ বসন্ত। বসন্ত যখন এসেছে, ফুল তো ফুটবেই। আর মধু আহরনে ছুটে আসবে ভ্রমর। কোকিল তার কোকিলা স্বরে গেয়ে উঠবেই। এটাই প্রকৃতির নিয়ম। কোনো মহামারিই প্রকৃতিকে দমিয়ে রাখতে পারবে না।

প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন

বসন্ত নিয়ে আছে অনেক গান কবিতা। বাউল মনকে যেমন দোলা দিয়েছে বসন্ত, রবি ঠাঁকুরের গানের চয়নেও ঠাঁই মিলেছে এ বসন্তের।

প্রতি বছর ফাগুনের হাওয়ায় মেতে উঠে সব বয়সী মানুষের হৃদয়। লাল হলুদের সাজে নিজেদের সাজিয়ে তোলে। রেশমী চুড়ি আর খোঁপায় গাঁদা ফুল।

প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন

বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই মৃদু হাওয়ায় প্রিয় মানুষের হাত ধরে হাঁটা। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রঙে, মানুষকে করে জীর্ণতা সরিয়ে নতুন শুরুর প্রেরণা।

বসন্ত কচিপাতায় আনে নতুন রঙ, আলোর নাচন। সাথে মানব মনেও হয়তো। তাই তো সবুজ পত্রপল্লবের আবডালে লুকিয়ে বসন্তের দূত কোকিল শোনায় মদির কুহুকুহু ডাক। আর এই ডাকে ব্যাকুল হয় বিরহী মন।

কোকিলের মায়াবী সুরে শ্যামলিমার জেগে ওঠার দিন আজ। জবুথবু শীতের আষ্টেপৃষ্ঠে বন্ধন থেকে জীর্ণতা সরিয়ে প্রকৃতির ফুলে ফুলে সেজে ওঠার দিন এই বসন্ত। সবাইকে বসন্তের শুভেচ্ছা “শুভ বসন্ত”।

কোকিলের মায়াবী সুরে শ্যামলিমার জেগে ওঠার দিন আজ। জবুথবু শীতের আষ্টেপৃষ্ঠে বন্ধন থেকে জীর্ণতা সরিয়ে প্রকৃতির ফুলে ফুলে সেজে ওঠার দিন এই বসন্ত। সবাইকে বসন্তের শুভেচ্ছা “শুভ বসন্ত”।

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button