সমালোচনার মুখে রাণু মন্ডল।

এবার যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটি রাণু মন্ডল এবার নিজের মন্তব্যের কারনে সমালোচনার মুখে পড়েছেন। রেলস্টেশনের গায়িকা থেকে হুট করে সেলিব্রেটি বনে যাওয়া রানাঘাটের রাণু মন্ডলের জন্যে যিনি তার পেছনে শ্রম দিয়েছেন তার প্রতি রাণু যথেষ্ট সম্মান প্রদর্শন করেননি বলে মনে করছেন সমালোচকরা।
সোশ্যাল মিডিয়ায় রাণুকে ভাইরাল করার পেছনে অন্যতম ছিলেন অতীন্দ্র। পেশায় তিনি ইলেকট্রিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। রানাঘাট স্টেশন দিয়ে তার নিত্য যাতায়াত। স্টেশন চত্বরে রাণুর গান শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। তার গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সামলেছিলেন তিনিই। এবার যখন রানু সমস্যায় পড়লেন, আবারও অতীন্দ্রই এগিয়ে এলেন। সর্বত্র নিজের মোবাইল ফোনের নম্বরটাই দিয়ে দিলেন। রাণুর সকল দরকারি ফোন এখন তার কাছেই আসে। এমনকি মুম্বাই যাওয়ার সময়ও তিনি রাণু মণ্ডলকে আগলে নিয়ে গিয়েছিলেন।
তবে সম্প্রতি রাণু মণ্ডলকে প্রশ্ন করা হয়, এই যে অতীন্দ্রের মতো মানুষের দৌলতে তিনি এত জায়গায় যাচ্ছেন, তাকে নিয়ে তিনি কী বলবেন? সচরাচর এর উত্তরে লোকে বলে, ‘ভাল’। কিন্তু রাণু তা বলেননি। উল্টে তিনি যা বলেছেন, তাতে বেশ চটেছেন নেটিজেনরা। রাণু বলেছেন, ভগবানের দৌলতে যাচ্ছি। ওরা ভগবানের চাকর। আমি ওদের সাহায্যে যাচ্ছি না। ভগবানের সাহায্যে যাচ্ছি। ওরা ভগবানের চাকর হয়ে যাচ্ছে।
তার ওই উত্তরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচকরা বলছেন, যে মানুষটা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকেই কিনা রাণু চাকর বলে সম্বোধন করলেন। এটা তার কাছ থেকে আশা করিনি।