শেখ হাসিনা যত দিন ক্ষমতায় আছে সংখ্যা লঘুদের কোনো চিন্তা নাই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা যত দিন ক্ষমতায় আছে সংখ্যা লঘুদের কোনো চিন্তা নাই। কারণ অাওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাস করে। বিকালে রাজধানীর পলাশীর মোড়ে তিনি এসব কথা বলেন। পরে সনাতন ধর্ম বিশ্বাসীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষ্যে আয়োজিত র্যালীর উদ্বোধন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দ্বাপর যুগের শেষ দিকে খ্রিস্টপূর্ব ১৫০৬ অব্দে সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
মা দেবকী ও বাবা বাসিদেবে কোল জুড়ে রাজা কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ পরে অত্যাচারী রাজার কংসকে যুদ্ধ করে পরাজিত করে মথুরা বাসীকে মুক্তি দেন। দুষ্টের দমন ও শিষ্টের লালনই শ্রীকৃষ্ণের মূল নীতি ছিলো।
রাধা শ্রীকৃষ্ণের প্রেমের গল্পের জন্যেও অারো প্রসিদ্ধ সনাতন ধর্মীবলম্বীদের দেবতা শ্রীকৃষ্ণ। ভক্তরা তাঁর নানা রূপ ধারণ করে র্যালীতে অংশ নেয়।
র্যালীটি রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষন করে বকহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়
সাবেক সভাপতি, মহাননগর পূজা উৎযাপন কমিটি
এর আগে পলাশীর মোড়ে র্যালীর উদ্বোধন করেন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি বাস করছে। মানুষের স্বর্তঃফূর্ত উপস্থিতিই সেটা প্রমান।
অারো বলেন, অক্টোবরে প্রধানমন্ত্রী ভারত সফর করবে; সফনে দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক অারো দৃঢ় হবে।