জেলার খবর
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে দুই রোহিঙ্গা নিহত
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে নাফ নদীর উলুবনিয়া পয়েন্টে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারের ভাষ্য।
নিহতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।মেজর শরীফুল বলেন, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান দেশে ঢুকছে খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযানে যায়।“বিজিবির অবস্থান টের পেয়ে মাদক চোরাকারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”গুলিবিদ্ধ দুইজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান মেজর শরীফুল।তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি বন্দুক ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।