ফেসবুক থেকেমন্তব্য কলাম
সাংবাদিক নঈম নিজামের ফেসবুক ওয়াল থেকে
সৈয়দ রিয়াজ ফোন করে বললেন, ভাই আমি আহত। ক্যামরাম্যান জাকির আহত। বললাম, কোনভাবে ঢাকা মেডিকেল চলে আসো। সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে গেলাম ঢাকা মেডিকেল । চারদিকে শুধু আর্তনাদ, কান্না , আহাজারী। আমাদের দুই সাংবাদিককে ধানমন্ডি এক হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করলাম। এই সময় এক কিশোর এসে বলল, স্যার আপনাদের টিভি ক্যামরা নিন। একুশ আগষ্ট এটিএন বাংলার ক্যামরা এভাবে ফেরত পাই। কিশোর ছেলেটি জানাল ডাব বিক্রি করে দিন চলে। জাকিরের হাত থেকে ক্যামরা পড়ে যাওয়ার পর কুডিয়ে নেয়। তারপর রিয়াজ ও জাকিরের সাথে হাসপাতাল আসে। বিস্মিতভাবে তাকালাম ছেলেটির দিকে। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় ছেলেটা দেখিয়ে দিল। পরে তাকে আর খুঁজে পাইনি।