জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর পুর্তি পালন করল কানাডা আওয়ামী লীগ
ওয়াজেদ জয়ের ৪৭ তম জন্মদিন এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর পূর্তি পালন করল কানাডা আওয়ামী লীগ
গত ২৭ জুলাই ডিজিটাল বাংলাদেশের রূপকার তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব ওয়াজেদ জয়ের ৪৭ তম জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর পূর্তি উপলক্ষে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টরন্টোতে ২৯ জুলাই সোমবার স্থানীয় রেস্টুরেন্টে রজত জয়ন্তী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানেড় আয়োজন করে ।
কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহ সভাপতি ফারহানা খানের সভাপতিত্বে ও কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি জসীম চৌধুরী ও বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসান । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলয়াত করেন কানাডা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম উদ্দিন ।
এ সময় নেতৃবৃন্দ বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন , বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে নষ্ট হতে দেয়া যাবে না।একটি গোষ্ঠী বিভিন্ন সময় বাংলাদেশের সম্প্রীতির নষ্ট করার চেষ্টা করে , আমাদের এই ষরযন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । আসুন আমরা প্রবাসীরা বঙ্গবন্ধুর স্বপ্ন দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের মহাসড়ক ও সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ হাতে হাত রেখে বাস্তবায়ন করি ।
এই সময় আরও বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন , তালুকদার ভূঁইয়া সবুজ , অন্টারিও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারহানা খান , যুগ্ন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ , সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল হক সাগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সমাদক সোহেল রানা , সাংগঠনিক সম্পাদক ইমরান খান শোভন সহ প্রমুখ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জে এফ খান, রিনি ঝিনি, খালিদ সাইফুল্লাহ, আহমদ নাফিস, শারিফুল হক, তানজিম সোহাগ,শরিফুর হক সাগর, শেখ এম আনোয়ার হোসেন, আরিফ সিদ্ধার্থ সাহা, শাকিল খান, রেদওয়ান আহমেদ সৈকত , ডালিয়া আহমেদ, তওসিফ মাহমুদ ফাহিম, সিদার্থ সাহা, আশিক রহমান, আশিক ইসলাম, মেহেদী, মাসুমা শুচি, মেহেদী মুন্না, আমির আফজাল জনি, ইফতেখার কামাল মাহমুদ দিপ, কানন জারা, মাসুদুস জামান জনি, মইদুল ইসলাম ইফতি, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম শিপলু, আরিফ জামান, গাজী মাসউদ, নাজমুল হাসান, খায়রুল মাসুদ, এম আর সি হদ্ , উৎস খান, সোহেল রানা, রাজিব চন্দ্র সূত্রধর, মেহেদী হাসান সাগর, মাহিন শাহরিয়ার, ফুয়াদ হাসান, হাসনা হেনা, কানিজা ফাতেমা চৌধুরী, জসীম চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন, এমডি হাসান, তালুকদার ভূঁইয়া সোবুজ, সুদীপ সোম, ইমরান খান শোভন, মোহাম্মদ বাবুল পারভেজ, বাবলু চৌধুরী, আজিম উদ্দিন, হাসিনা আক্তার, মাহমুদ সাহিন, শারমিন সিলভী, ডাঃ বারী, শিপ্রা চৌধুর, দোজ্জা সেলিম প্রমুখ।