অনলাইন নিউজ পোর্টাল নিউজ নাউ বাংলা ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল তা পুরণে অনলাইন নিউজ পোর্টাল “নিউজ নাউ বাংলা ডটকম” গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বৃহস্পতিবার বিকেলে নিউজ নাউ বাংলা ডটকমের আনুষ্ঠানিক উদ্ভোধন অনুষ্ঠানে বক্তারা এ আশা প্রকাশ করেন বাংলাদেশে অনলাইন সংবাদ মিডিয়ায় এই পোর্টালটি নেতৃত্ব দেবে বলেও তারা আশা প্রকাশ করেন।
পোর্টালটির উদ্ভোধন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবদুল মাতলুব আহমাদ। মাতলুব বলেন বস্তুনিষ্ঠ আর তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিকে এগিয়ে যাবে নিউজ নাউ বাংলা ডটকম। গুজব, অপপ্রচার রোধে পোর্টালটি অগ্রণী ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সাবেক তথ্য সচিব হেদায়েত উল্লা আল মামুন।অনুষ্ঠানে পোর্টালটির কর্ণধার শামীমা দোলা,গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডন, সাবেক ডিএসই সভাপতি শাকিল রিজভী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ফয়সাল আহসান উল্লাহ, ইউএস বাংলা এসেটস এর ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান, শাহ মেরিন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ মমিনুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।