জাতীয়

বাড্ডায় ছেলেধরা সন্দেহের নির্মম শিকার তসলিমা বেগম রেনু হত্যাকারীদের দ্রুত বিচার

বাড্ডায় ছেলেধরা সন্দেহের নির্মম শিকার তসলিমা বেগম রেনু হত্যাকারীদের দ্রুত বিচার ও সারা দেশে গুজব রটনাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন বিচারে দাবি করেছে।

এই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে তারা জানান, কুচক্রি মহলের প্রচারনায় রেনু বেগমের মতো বিভিন্ন নিরাপরাধ মানুষ হত্যার শিকার হচ্ছে। যার ফলে একেকটি পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তারা জানান, এসব ছেলেধরা গুজবের কারণে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। সন্তানকে স্কুলে পাঠাতে পাড়ছেনা। যারা ছেলেধরার মতো বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে তাদের বিচার দ্রুত করা না গেলে সমাজের সব ক্ষেত্রে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলেও জানান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button