
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যা: গাম্বিয়ার করা মামলার শুনানি ডিসেম্বরে
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে জাতিসংঘের আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানি শুরু হবে আগামী ডিসেম্বরে।
এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস- আইসিজে জানায়, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এই মামলার শুনানি করা হবে। আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া চাইছে, রোহিঙ্গাদের সুরক্ষায় আন্তর্জাতিক আদালত যাতে জরুরী ব্যবস্থা নেয়। গত ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দি হেগের আইসিজে আদালতে মামলা করে গাম্বিয়া।
দেশটির বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ ও এর শাস্তি বিধানে ১৯৮৪ সালে স্বাক্ষরিত কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসলামি কো-অপারেশনের ৫৭টি দেশের পক্ষে তারা এই মামলা করেছে বলে জানিয়েছে।