জাতীয়

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস

সারাদেশে গরম আজ অনেকটা কমে গেছে। একদিনের ব্যবধানে দেশে গড়ে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে থাকলেও আজ (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হলেও আজ ৮ ডিগ্রি কমেছে। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার খুলনা বিভাগ ছাড়া দেশে সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার বিচ্ছিন্নভাবে সারাদেশে বৃষ্টির আভাস রয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button