ভোট চুরির সুযোগ না থাকায় ইভিএম নিয়ে শংকিত বিএনপি

ভোট চুরির সুযোগ না থাকায় বিএনপি ইভিএম নিয়ে শংকিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারচুপির পথ পরিহার করে বিএনপিকে জনগনের আস্থা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিয়ে কেউ যাতে কারো ভোটাধিকার হরণ না করতে পারে, তা নিশ্চিতে আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে প্রথমই ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসকেও সাথে নেন।
ভোট নাগরিক অধিকার উল্লেখ করে তা যেন হরণ না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে তা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ইভিএম নিয়ে বিএনপির আশংকায় দলটির ভোটচুরি ও বিশৃঙ্খলার মনোভাব তুলে ধরেন শেখ হাসিনা।
নির্বাচনে দূতাবাসে যে সকল বাংলাদেশি কর্মরত নাগরিকদের পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়া ঠিক হয়নি বলেও মনে করেন তিনি।
ভোট কেন্দ্র দখলমুক্ত রেখে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।