বড় জয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশের যুবারা।

সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ফুটলের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো লাল-সবুজ যুবারা। রোববার শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
নেপালের কাঠমাণ্ডু এপিএফ কমপ্লেক্সে প্রথম সেমিফাইনাল ম্যাচে একপেশে লড়াই দেখেছে দর্শকরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভুটানিজদের বিরুদ্ধে আধিপত্য নিয়েই খেলেছে বাংলাদেশের যুবারা। প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ১৬ মিনিট। জটলার মধ্য থেকে সরাসরি হেডে গোলটি করেন ডিফেন্ডার তানভীর হোসেন।
মিনিট দশেক পরেই কাউন্টার অ্যাটাক থেকে ব্যাবধান বাড়ান ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। ৩২ মিনিটে মারাজের গোল। ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুইদল।
দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে ভুটানকে একেবারে পাত্তাই দেয়নি বাংলাদেশ। তবে গোলের দেখা মিলছিল না কিছুতেই। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বদলি নামা দীপকের গোলে বড় জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।