জাতীয়

ব্যাপক নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল।

পবিত্র আশুরায় তাজিয়া মিছিলসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যে স্মরণ করা হচ্ছে কারবালার শহীদদের। হিজরি সালের ১০ মহররম কারবালার প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হাসান হোসেন ও ইমাম হোসেনের মৃত্যুর দিনটি ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদতের মধ্য দিয়ে তাদের স্মরণ করছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল । আশুরা উপলক্ষে নেয়া হয় কড়া নিরাপত্তা।
কারবালার শোকাবহ বিদারক ঘটনা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ পবিত্র দিন। আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল, এর মধ্য দিয়ে স্মরণ করা হয় কারবালার শোকাবহ ঘটনা।
মিছিলে তাজিয়া তৈরি করা হয়েছে ইমাম হোসেন (রা.)-এর সমাধির আদলে। অংশ নেওয়া অনেকেই কারবালার শহীদদের স্মরণ করেন।
মছিলে ছিলো শোকের নানা প্রতীক। মিছিলের সামনে বিবি ফাতেমা (রা:) এর স্মরণে বহন করা হয় দু’টি কালো গম্বুজ। বিভিন্ন নিশান বহন করে অংশ নেন হাজারো মানুষ।
মিছিলে ছিল কারবালার নানা প্রতিকী স্মারক। ৪০০ বছর ধরে পুরান ঢাকার হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল হয়ে আসছে।
তাজিয়া মিছিলজুড়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হোসনি দালান এলাকায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি ছিলো সাদা পোশাকে ছিলো গোয়েন্দারা।

Related Articles

Leave a Reply

Back to top button