আন্তর্জাতিক

প্রতিনিধি পরিষদে অভিসংশিত ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়া দুই অভিযোগে সংখ্যাগরিষ্ঠ ভোটে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব পাস হয়। এখন ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকা না থাকা নির্ভর করছে সিনেটের সিদ্ধান্তের ওপর। তবে ট্রাম্প দাবি করেছেন, অপরাধ না করেও অভিশংসিত হতে হলো তাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাব নিয়ে প্রতিনিধি পরিষদে ১০ ঘণ্টার বিতর্ক। এরপর শুরু হয় ভোটাভুটি।
অভিযোগ দুটির একটি হলো ক্ষমতার অপব্যবহার করে আগামী নির্বাচনের রাজনৈতিক প্রতিদ্বদ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা। দ্বিতীয়টি অভিশংসন তদন্তে কংগ্রেসের কাজে বাধাদান। দুই অভিযোগেই ডেমোক্র্যাটদের প্রায় সবাই অভিশংসনের পক্ষে ও রিপাবলিকানরা বিপক্ষে ভোট দেন। সংগরিষ্ঠ ভোটেই পাস হয় ট্রাম্পের অভিশংসন প্রস্তাব।
এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিদ্ধান্ত হবে- ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন কি পারবেন না। জানুয়ারিতে শুরু হবে শুনানি। এরপর ভোটাভুটিতে অপসারণের পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়লে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।
তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পকে সরানো সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের আগে প্রেসিডেন্ট এন্ড্রু জনসন ও বিল ক্লিনটনও প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে দু’জনই সিনেটে পার পেয়ে যান।
এদিকে প্রতিনিধি পরিষদে অভিশংসন চলার সময় আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন, কোনো অপরাধই করেননি তিনি।
ট্রাম্পের এই অভিশংসনকে যুক্তরাষ্ট্রের আরেক গৃহযুদ্ধ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যার ক্ষত বহুদিন মার্কিন রাজনীতিকে বয়ে বেড়াতে হবে বলে মনে করছেন তারা। ক্ষমতা গ্রহনের পর থেকেই নানা ইস্যুতে বিতর্কিত ট্রাম্প। আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও এর অভিসংশন ইস্যুটি প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Back to top button