রাজনীতি

পলাতক সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলছে লন্ডনে, করছেন লিফলেট বিতরণ

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা। পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের প্রকাশ্যে দেখা মিলেছে লন্ডনে। অংশ নিয়েছেন আওয়ামী লীগের কর্মী সভায়। লন্ডনের রাস্তায় লিফলেট বিতরণ করতেও দেখা গেছে তাদের।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতা আত্মগোপনে চলে যান, যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে দেশত্যাগে নিষেধাজ্ঞাও। পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের দেখা মিলল প্রকাশ্যে লন্ডনে।

পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় গত রোববার (২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দিতে দেখা গেছে পতিত সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিকে।

কর্মী সভায় অতিথি সারিতে ছিলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
 
এর আগে গেল ৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সভায় খালিদ মাহমুদ ছাড়া বাকি তিনজনই উপস্থিত ছিলেন দর্শকসারিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা।
এ ছাড়া আগামী ১৬ ফেব্রুয়ারি লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

Related Articles

Leave a Reply

Back to top button