পদত্যাগ সেকেন্ডর বিষয়: বাণিজ্যমন্ত্রী

তিন বছরের মধ্যে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে সয়ংসম্পূর্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। ব্যাসায়ীদের সাথে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপ-কমিটির এক সভায় যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রির আহ্বান জানান তিনি।
টিপু মুনশী বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য।’
একই অনুষ্ঠানে খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
রাজধানীর একটি হোটেলে নিত্য পণ্যের উর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের করনীয় নিয়ে আলোচনা সভায় আমদানীর নির্ভরতা কমাতে আগামী তিন বছরের পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্য মন্ত্রী।
তিনি বলেন, ’আগামী তিন বছরে পেঁয়াজে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এবার নতুন পেঁয়াজ উঠলে ভারতীয় পেঁয়াজ আমি বন্ধ করে দেব।’
অতি মুনাফার লোভ না করে জনসাধারণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সম্মিলিত একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানান।
দোকান মালিক সমিতির সভাপতি জানান, পেয়াজের সংকট থেকে ভবিষ্যতে ব্যাবসায়ীরা শিক্ষা নেবে।
অসুস্থ বাজার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার চেষ্টা করছে বলেও জানান আলোচকরা।