আন্তর্জাতিক
নিজেকে বলিভিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন জেনাইন আনিয়েজ
বলিভিয়ায় পার্লামেন্টে কোরাম ছাড়াই নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন বিরোধী দলীয় সিনেটর জেনাইন আনিয়েজ।
মাত্র দু’দিন আগে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানো ইভো মোরালেসের সমর্থিত আইনপ্রণেতাদের সিনেটের ওই সেশন বয়কট করে। এ নিয়ে এরইমধ্যে বিক্ষোভও শুরু করেছে মোরালেসের সমর্থকরা।
এদিকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেয়া মোরালেস, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণাকে ডানপন্থিদের ক্যু হিসেবে উল্লেখ করেছেন। বলেন, সেনাবাহিনী তাকে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য করেছে। তবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
২০০৬ সালে প্রথম আদিবাসী হিসেবে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ইভো মোরালেস। গেল অক্টোবরে জয়ী হয়ে আবার ক্ষমতায় আসলেও বিরোধীরা কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে।