জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে ভোট, ১৮ নভেম্বর তফসিল।
আগামী জানুয়ারিতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। তফসিল ষোষণা হবে ১৮ নভেম্বরের পর। আর দুই সিটি নির্বাচনেই ভোট হবে ইভিএমে। তবে, চট্টগ্রাম সিটি নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ৫৩তম কমিশন সভা। জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০১৯ এর খসড়া পুর্নবিবেচনা, গণপ্রতিনিধিত্ব আইনের খসড়া চূড়ান্তকরণ এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের সভার আলোচ্য বিষয় সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, আগামী জানুয়ারিতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। চট্টগ্রাম সিটির বিষয়ে সিদ্ধান্ত পরে হবে।
সচিব জানান, ই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ বছরের ১৪ মে প্রথম সভা হয় ঢাকা উত্তর সিটির আর ১৭ মে সভা হয় দক্ষিণ সিটিতে। চট্টগ্রাম সিটির প্রথম সভা হয় ৬ আগস্ট।
সে হিসাবে ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হবে ১৩ মে, দক্ষিণের ১৬ মে এবং ৫ আগস্ট শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ।
আইন অনুযায়ী ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১শ’ ৮০ দিন আগে ভোটের বাধ্যবাধকতা রয়েছে।