অর্থ বাণিজ্য

চট্টগ্রামে মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্য জব্দ

 

মিথ্যা ঘোষনা দিয়ে আনা বিপুল পরিমান পণ্য আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দারা কর্মকর্তারা। আমদানীকরা এসব পণ্যে পরীক্ষা করতে গিয়ে বিষয়টি নিশ্চিত হয় কাষ্টমস কর্তৃপক্ষ। পরে পণ্য গুলো জব্দ করা হয়।
শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার উত্তর বাড্ডার ইস্টার এলায়েন্স নামে একটি প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে ১৬ টন সুইট কর্ন ও কিটলি বিনের পরিবর্তে সাড়ে ২১ টন ওয়েফার, চকোলেট, বিস্কিট, এনার্জি ড্রিংক্স, সফট ড্রিংক্সসহ ১৩ আইটেমের পণ্য আমদানী করে। এর মধ্যে ১১টি পণ্য ঘোষনা বর্হিভূত।
চালানে ১৩ টন সুইট কর্ন থাকার কথা থাকলেও ছিল মাত্র ৫ কেজি। আর কিটলি বিন আনার কথা থাকলেও সেটি পাওয়া যায়নি। এতে ৮০ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমদানীকারক ইস্টার এলায়েন্স, সিএন্ড এফ প্রতিষ্ঠান এলিট এন্টারপ্রাইজসহ সংশিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান শুল্ক কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button