জাতীয়
ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত ৫৬ হাজার স্বেচ্ছাসেবক।
ঘূর্ণঝড় বুলবুল মোকাবেলায় উপকূলবর্তী সকল জেলা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কাজ শুরু করেছে। এছাড়া প্রায় ৫৬ হাজার সেচ্ছ্বাসেবককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। বুলবুলের প্রভাবে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। তাই উপকূলবর্তী এলাকার জনগনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।