জাতীয়
ক্যাসিনো থাকবে বিশেষ পর্যটন অঞ্চলে: পর্যটন সচিব
ক্যাসিনো কাণ্ডে যখন দেশ তোলপাড় ঠিক সেসময়ই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক বললেন, প্রস্তাবিত পর্যটন অঞ্চলে ক্যাসিনোসহ বিনোদনের আধুনিক সব আয়োজন থাকবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘পর্যটকদের জন্য ক্যাসিনো দরকার। যোমন মালয়েশিয়াতে আছে। সেখানে পাসপোর্ট দেখাতে হয়।’
তিনি জানান, অন্য মুসলিম দেশে পর্যটকদের জন্য যেসব সুযোগ সুবিধা আছে, বাংলাদেশে এক্সক্লুসিভ জোন হলে সেসব সুবিধা দিতে অসুবিধা নেই। তবে সচিব বলেন, ক্লাবগুলোতে যে ক্যাসিনো চলছে, তা অবৈধ। শুধুমাত্র বিদেশিদের জন্য এসব সুযোগ সুবিধাগুলো থাকবে। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে এসব জোন গড়ে তোলার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে ।