Leadজাতীয়

ইশরাক সমর্থকদের ১ দফা, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছে তার সমর্থকরা। এরইমধ্যে সে আন্দোলন নতুন মোড় নিয়েছে।

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এমন নির্দেশনা দেন।

ফেসবুকে ইশরাক হোসেন লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো এসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোয় কোনো বাধা থাকলো না।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বেশ কদিন ধরে আন্দোলন করে আসছিলেন। হাইকোর্টের এ আদেশের ফলে তার কর্মী-সমর্থকরা সড়ক থেকে ওঠে যাবেন বলে ধারণা ছিল অনেকের।

তবে, আদালতের আদেশে তার কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে বসেন তারা। এর কিছুক্ষণের মধ্যে ইশরাক হোসেনও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নয়া নির্দেশনা দিলেন।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বুধবার (২১ মে) কাকরাইল এলাকায় আন্দোলন করেন। সেখানে দেয়া বক্তৃতায় বিএনপির এ নেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

এদিকে, বৃহস্পতিবার (২২ মে) বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্যভবন মোড়ে অবস্থান নেয় তার সমর্থকরা। তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। শত শত মানুষের এই জমায়েতের কারণে মৎস্যভবন মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেগুনবাগিচা, পল্টন, জাতীয় প্রেসক্লাব সড়ক, দোয়েল চত্বর, বিজয়নগর সড়ক, তোপখানা রোডের অলি-গলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

‘ঢাকাবাসী’ ব্যানারে জড়ো হওয়া এইসব নেতা-কর্মীরা ইশরাকের সমর্থক। অনেকের হাতে বিএনপির দলীয় পতাকা এবং ইশরাকের পক্ষে স্লোগান লেখা ফেস্টুন রয়েছে। কিছুক্ষণ পরপর বিভিন্ন স্লোগান ধরে তারা নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন।

সূত্রাপূরের বাসিন্দা আবদুর রহমান বলেন, সকাল ৮টায় এসেছি। হাই কোর্টের রায় হয়েছে। আমরা খুশি। আদালত জনগণের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়েছেন। তবে আমাদের আরেক দাবি, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ, এটি এখনো বাস্তবায়ন হয়নি। অবশ্যই দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।

স্বামীবাগ থেকে আসা জাবেদ আলী বলেন, অন্তবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার কারণে পুরো সরকার বিতর্কের মধ্যে পড়েছে। এরা কারা আপনারা সকলে জানেন। নাম বলতে চাই না। প্রধান উপদেষ্টার উচিত দ্রুত বিষয়টি আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া। এই বিষয়ে নিরব থাকলে তিনিও বির্তকে পড়ে যাবেন।

জমায়েত থেকে কিছুক্ষণ পরপর স্লোগান উঠছে, ‘হৈ হৈ রৈ রৈ আসিফ-মাহফুজ গেল কই’। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।

এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।

অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওইদিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। তাদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে নগর ভবন। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেইসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন ইশরাক। তার সমর্থকরাও একই দাবি তোলেন।

মৎস্য ভবন থেকে যে সড়কটি হেয়ার রোডে গেছে, সেখানে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’। সে কারণে মৎস্য ভবনের কাছে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারকাঁটার ব্যারিকেডের অন্যদিকে ইশরাক সমর্থকদের স্লোগান চলছে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রদল কর্মীরা। তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। শাহবাগে মূলত অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা। আর কেন্দ্রীয় ছাত্রদল অবস্থান নিয়েছে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে।

‘আর চাই না, আর চাই না এনএসআইয়ের প্রক্টর,’ ‘ক্যাম্পাসে লাশ ঝোলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button