জাতীয়

১৯৭১ এর ২ র্মাচ; প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সঙ্গে আলোচনা করে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের মাধ্যমে স্বায়ত্বশাসন আদায়ে বদ্ধপরিকর মনোভাব প্রকাশ করেন। তিনি ৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ইয়াহিয়ার ঘোষণার পরপরই ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসু ভিপি আসম আবদুর রব ও জিএস আবদুল কুদ্দুস মাখনের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ছাত্রলীগের একটি অংশ বঙ্গবন্ধুর ‘অহিংস’ কর্মসূচিতে সন্তুষ্ট হলো না। তারা সিদ্ধান্ত নিল ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসমাবেশ করার। ওইদিন রব-সিরাজ-ইনুদের পরিকল্পনায় শিবনারায়ণ দাস গাঢ় সবুজের মাঝখানে উজ্জল সূর্যের প্রতীক লাল রং এবং তার মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আঁকেন। সিদ্ধান্ত অনুযায়ী চারদিক থেকে শিক্ষার্থীদের মিছিল এসে জমায়েত হয় ঢাবি কলাভবন চত্বরে। নতুন স্লোগান তৈরি হয়, ‘জাগো জাগো বাঙালি জাগো’, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ ও ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’। নদীর ঢেউয়ের মতই আন্দোলিত হচ্ছিল কলাভবন চত্বরের মাথাগুলো।  হঠাৎ করে একটু চঞ্চল হয়ে উঠে সমবেত সবাই।  এরই মাঝে লাল সবুজ পতাকা হাতে নিয়ে ছুটে আসেন মুহিবুল হক ইদু।  তুলে দেন তখনকার ডাকসু ভিপি আসব আবদুর রবের হাতে। মুহূর্তেই ধীরে ধীরে বাঁশের মাথায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন আবদুর রব। চারদিক মুখরিত হল ‘জয় বাংলা’ স্লোগান। রচনা হয় ইতিহাসের আরেক অধ্যায়। আর সেই থেকেই বিশ্বদরবারে মাথা উঁচু করে আজও আকাশে উড়ছে লাল সবুজের পতাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button