রাজনীতি

দেশের মানুষের জন্য কথা বলতে পিছপা হননি ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কথা বলতে কখনও পিছপা হননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জাফরুল্লাহ একজন অসাধারণ সাহসী দেশপ্রেমিক এবং সৎ ও নির্ভীক মানুষ। তিনি স্পষ্টবাদী ছিলেন। এ রাষ্ট্রকে সত্যিকারের অর্থে জনগণের রাষ্ট্র, সমাজকে সাধারণ মানুষের কল্যাণকর করার জন্য তিনি সারাজীবন উৎসর্গ করেছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সবাই যেন স্বাস্থ্যসেবা পায় সেজন্য তিনি আজীবন কাজ করেছেন। তার গণসাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তার ওষুধ- সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল তার স্বপ্ন। তিনি স্বাস্থ্যনীতি করতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। ওটা করতে পারলে দেশের সব মানুষই স্বাস্থ্যসেবা পেতো।

Related Articles

Leave a Reply

Back to top button